চুয়েট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫১
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫১
চট্টগ্রাম ব্যুরো: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর জামালখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ওই ছাত্রলীগ নেতার নাম সাগরময় আচার্য (৩০)। তিনি চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম সারাবাংলাকে জানান, গ্রেফতার সাগরময়ের বিরুদ্ধে কোতোয়ালী ও রাউজান থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা আছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/আইসি/এনজে