Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনায় চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০২ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৫

ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা

মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের লৌহজংয়ে থেমে থাকা বিকল ট্রাককে পেছন থেকে অপর আরেকটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে থেমে থাকা বিকল ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালকের সহযোগী আহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে মহাসড়কের মাওয়া খানবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ট্রাক চালক হাফিজুর রহমান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঘড়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, বিকল ট্রাকের চালক ও হেল্পার মহাসড়কের পাশে ট্রাকের চাকা ঠিক করার কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক থেমে থাকা ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক হাফিজুর ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় তার সহযোগী আবুল কালাম। আহতকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে

ট্রাক দুর্ঘটনা নিহত মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর