Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছেন রিজভী-এ্যানি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সারাবাংলাকে এ তথ্য জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘‘জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমি যাচ্ছি। আমার সঙ্গে এ্যানি (শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি) থাকবে।’’

বিজ্ঞাপন

তরুণদের নতুন দল ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি) শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ ঘটবে। এ উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে গিয়ে বিএনপির আমন্ত্রণ পত্র পৌছে দেন ছাত্রদের প্রতিনিধি আব্দুল হান্নান মাসউদ।

নতুন রাজনৈতিক দলের নাম ও অর্গানোগ্রাম (কাঠামো) নির্ধারণ এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিষয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়। এই বৈঠকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা অংশ নেন। সেখানে নতুন রাজনৈতিক দলের শীর্ষ সাতটি পদে কারা আসছেন, সেসব নাম চূড়ান্ত হয়। একই সঙ্গে দলের নাম (জাতীয় নাগরিক পার্টি) চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন

নতুন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এই পদের দায়িত্ব কে পাচ্ছেন তা গতকালের বৈঠকে চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব একজন নারীকে দেওয়া হতে পারে।

এই বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সালেহউদ্দিন সিফাতকে দফতর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে। নাসীরুদ্দীন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, সারজিস মুখ্য সংগঠক ও সালেহউদ্দিন সহমুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও আবদুল হান্নান মাসউদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সারাবাংলা/এজেড/এনজে

অনুষ্ঠান আত্মপ্রকাশ জাতীয় নাগরিক পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর