Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দাওয়াত পাননি যারা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৮ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২২

জাতীয় নাগরিক পার্টি। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তাদের সহযোগিতার অভিযোগে জাতীয় পার্টিকে (জাপা) দাওয়াত দেওয়া হয়নি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ এর সড়কে নতুন এই দলের আত্মপ্রকাশ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে, আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে দলটি। এছাড়া, দেশি-বিদেশি সকল কূটনৈতিককে এই অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ২০২৪ এর গণভ্যুথানের আন্দোলনে সকল শহীদের পরিবার এবং আহতদেরকেও দাওয়াত দিয়েছে দলটি। এছাড়া আপামর সকল সাধারণ মানুষ এই অনুষ্ঠানে অংশ নিতে পারবে বলেও জানানো হয়েছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানকে ঘিরে মানিক মিয়া এভিনিউ এর দিকের সংসদ ভবনের গেটে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। এই অনুষ্ঠানে ৫ লাখ লোক অংশ নিবে বলে জানিয়েছে সংগঠনটির মুখপাত্র। এ ছাড়া নিরাপত্তার জন্য তাদের ৪০০ স্বেচ্ছাসেবক কাজ করছে।

এদিকে, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে

আত্মপ্রকাশ জাতীয় নাগরিক পার্টি দাওয়াত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর