রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে নাটোরে জামায়াতের মিছিল
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০২
নাটোর: মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি এবং দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে নাটোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে নাটোর শহরের মাদরাসা মোড় থেকে বাংলাদেশ জামায়েত ইসলামী এর আয়োজনে মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়েতের নাটোর জেলা শাখার আমির ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, জেলা নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা জামায়েতের সেক্রেটারি সাদেকুর রহমান, জেলা জামায়েতের শহর সেক্রেটারি আতিকুর রহমান রাসেলসহ জামায়েতের অন্যান্য নেতারা।
এসময় বক্তারা বলেন বাজারে এখনো দ্রব্য মূল্যর দাম বেশি গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তবর্তীকালীন সররকারের কাছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে বলেন এবং রমজান মাসে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোরা না খোলা থাকে সেই দিকে প্রশাসনকে নজর দিতে বলেন।
সারাবাংলা/এনজে