Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন দলের আত্মপ্রকাশ: চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন দেড় হাজার নেতা-কর্মী

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৫

চট্টগ্রাম ব্যুরো: নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম থেকে ঢাকার গিয়েছেন তিন সংগঠনের প্রায় দেড় হাজার নেতা-কর্মী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম উত্তর জেলা কমিটির আহ্বায়ক ইয়াছিন আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইয়াছিন আরেফিন সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ও শুক্রবারে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আত্মপ্রকাশ করা নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ ও জাতীয় নাগরিক কমিটির দেড় হাজার নেতাকর্মী চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়েছেন। শুক্রবার বিকেলে তারা নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন।

তিনি বলেন, ‘নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম থেকে ১৮টি বাসে করে নেতাকর্মীরা ঢাকায় গেছেন। কেউ কেউ ব্যক্তিগত উদ্যেগেও ঢাকায় গিয়েছেন।’

জাতীয় নাগরিক কমিটির সদস্য ইমন সৈয়দ সারাবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক কমিটির অনেক নেতাকর্মীই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমি আগেই চলে এসেছি।’

শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নতুন রাজনৈতিক দলের নাম হতে যাচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’। নতুন এই দলের আহ্বায়ক হচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়া সদস্য সচিব পদে আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সমন্বয়ক পদে হান্নান মাসুদ, সালেহ উদ্দিন সিফাতকে দফতর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এমপি

জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

টিজারে 'বরবাদ' সব
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০২

আরো

সম্পর্কিত খবর