Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
গ্যালারিতে বিনামূল্যে ইফতার পাবেন দর্শক

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫১

চ্যাম্পিয়নস ট্রফি চলার সময় বিনামূল্যে ইফতার পাবেন দর্শক

আর একদিন বাদেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রোজার মাঝেই চলবে চ্যাম্পিয়নস ট্রফির লড়াই। এবার মাঠে উপস্থিত দর্শকের জন্য সুখবর নিয়ে এল আরব আমিরাত। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, রমজান মাসে চলা সব ম্যাচেই মাঠে উপস্থিত সমর্থকদের বিনামূল্যে ইফতার দেবেন তারা।

হাইব্রিড মডেলে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলছে আরব আমিরাতের দুবাইয়ে। আগামী ২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন তারা। এর আগেই আরব আমিরাতে শুরু হবে রমজান মাস। ভারত এরই মাঝে নিশ্চিত করেছে সেমিফাইনাল। তাদের সেমিও হবে এই ভেন্যুতেই। ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচও হবে আরব আমিরাতের দুবাইয়ে।

বিজ্ঞাপন

কমপক্ষে দুটি থেকে সর্বোচ্চ তিনটি, রোজার মাঝে হতে যাওয়া এই ম্যাচগুলো শুরু হবে দুপুরে। খেলার মাঝপথেই তাই ইফতারের সময় হয়ে যাবে। আরব আমিরাতের ক্রিকেট পেজ থেকে জানানো হয়েছে, মাঠে উপস্থিত সবাইকে ইফতার দেওয়া হবে, ‘রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখত চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। ২ মার্চ রবিবার এ গ্রুপে নিউজিল্যান্ড–ভারত ম্যাচের মধ্য দিয়ে এটা শুরু হবে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’

দুবাই স্টেডিয়ামের সাধারণ স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড ও প্লাটিনাম স্ট্যান্ডে রোজাদারদের জন্য থাকছে বিশেষ ইফতার বক্স।

সারাবাংলা/এফএম

ইফতার চ্যাম্পিয়নস ট্রফি দর্শক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর