Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
একটি ম্যাচও না জিতে যে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৭ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৫

একটি ম্যাচ জিতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান

২৯ বছর পর নিজেদের মাটিতে আয়োজিত হয়েছে আইসিসির বড় টুর্নামেন্ট। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে বড় প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছিল পাকিস্তান। তবে দেশের কোটি সমর্থকের হৃদয় ভেঙে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছেন রিজওয়ান-বাবররা। কোন জয় ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে লজ্জার এক রেকর্ডও গড়েছেন তারা। ইতিহাসের তৃতীয় স্বাগতিক দেশ হিসেবে কোন জয় ছাড়াই আইসিসি টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে গ্রুপ ‘এ’তে ছিল পাকিস্তান। করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৬০ রানে হেরে যায় পাকিস্তান। দুবাইতে বাঁচা মরার ম্যাচে ভারতের বিপক্ষেও জিততে পারেনি তারা। ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রিজওয়ানের দল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেই ম্যাচ অবশ্য বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারেনি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে কোন জয় ছাড়াই গ্রুপের তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করে পাকিস্তান।

আইসিসি টুর্নামেন্টে স্বাগতিক দেশের এমন জয় ছাড়াই গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার ঘটনা এর আগে ঘটেছে মাত্র দুইবার। ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সহ আয়োজক ছিল স্কটল্যান্ড। সেবার গ্রুপ ‘বি’তে খেলা স্কটল্যান্ড ৫ ম্যাচের একটিতেও জিততে পারেনি। তারা হেরেছিল নবাগত বাংলাদেশের কাছেও।

২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ ছিল কেনিয়া। নকআউট পদ্ধতির সেই টুর্নামেন্টে প্রথম প্লে-অফেই ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল কেনিয়া।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর