Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন দলের আত্মপ্রকাশ: খুলনা থেকে ঢাকায় পৌঁছেছেন হাজারো মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৪ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫১

মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মী- সমর্থকরা। ছবি: সারাবাংলা

খুলনা: জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে খুলনা থেকে এসেছেন হাজারো মানুষ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। এর আগে খুলনা থেকে জাতীয় নাগরিক কমিটির সদস্য আহম্মেদ হামীম রাহাতের নেতৃত্বে বিশাল গাড়ি বহরে একদিন আগে (বৃহস্পতিবার) হাজারো মানুষ ঢাকায় পৌঁছায়। তারা সকলেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের খুলনার নেতারা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক কমিটির সদস্য আহম্মেদ হামীম রাহাত বলেন, ‘দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে খুলনা থেকে হাজার হাজার যোগ দিয়েছেন। ভোর হতেই খুলনা খুলনা শ্লোগানে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।’

সারাবাংলা/এইচআই

খুলনা জাতীয় নাগরিক কমিটি

বিজ্ঞাপন

সৌদি আরবে রোজা ‍শুরু শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৩

আরো

সম্পর্কিত খবর