Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের সঙ্গে দিরাই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৫ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৯

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-দিরাই সড়কের সদর উপজেলার কাঠরই বেইলি সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টায় ঐ সেতু দিয়ে একটি মাল বোঝাই ট্রাক সুনামগঞ্জ সদর থেকে দিরাই উপজেলায় যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে।

সড়ক জনপথের তথ্যমতে, শুক্রবার ভোরে মালবাহী একটি ট্রাক অতিরিক্ত ওজন নিয়ে সদর উপজেলা থেকে দিরাই উপজেলায় যাওয়ার পথে কাঠইরের বেইলি সেতু পার হওয়ার সময় সেতুর শেষ প্রান্তে পৌঁছালে পাটাতন ভেঙে যায় ও ট্রাকটি সেখানে দেবে যায়। এতে সুনামগঞ্জ ও সিলেটের সঙ্গে সরাসরি সড়ক পথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে দিরাই উপজেলার। পাশাপাশি এই সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় সেতুর দুই পাশে শতাধিকের ওপরে যানচলাচল আটকা পড়েছে। পাশাপাশি চরম দূর্ভোগে পড়েছেন গন্তব্য স্থানে যাওয়ার যাত্রীরা।

ভোগান্তিতে পড়া মানুষরা জানান, সেতুটি ভেঙে যাওয়ায় আমাদের চরম দূর্ভোগে পড়তে হয়েছে। এই ভোগান্তি থেকে কখন মুক্তি পাব সেটাও জানিনা।

সড়ক জনপদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘সেতু মেরামতের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। দুই থেকে তিন ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে আশা করি।’

সারাবাংলা/এমপি

যোগাযোগ সুনামগঞ্জ সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর