নতুন দলের আত্মপ্রকাশ: অনুষ্ঠানস্থলে রংপুরের সমন্বয়ক ও নেতাকর্মীরা
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৩ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৭
রংপুর: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে রংপুর থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে পৌঁছেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন সংগঠনের শত শত নেতাকর্মী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন, রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এ তথ্য নিশ্চিত করেছেন।
ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ‘ইতিহাসের সাক্ষী হতে মানিক মিয়া এভিনিউতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন, রংপুর মহানগরের অধিকাংশ নেতাকর্মী অংশ নিয়েছেন। নতুন বাংলাদেশের নতুন সূর্যদয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পথচলা শুভ হোক।’
জানা গেছে, রংপুর থেকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন, রংপুর জেলা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ জেলা ও বিভাগের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড ভাবে অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
নতুন দলের জন্য শুভকামনা জানিয়ে দলীয় কর্মী তাইফুর রহমান নামে একজন বলেন, ‘শুভকামনা নাহিদ এবং উনাদের নতুন দলের জন্য। লোক দেখানো চাওয়া নয়, মন থেকে চাই তারা সফল হোক।’
বিএনপির পাশাপাশি আরেকটি বাংলাদেশপন্থি এবং মধ্যপন্থি আদর্শের দল বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা করছি।’
সারাবাংলা/এইচআই
জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর