সংসদে কে যাবে নির্ধারণ করবে জনগণ: হাসনাত
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৪ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৭
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা আওয়ামী লীগের দুঃশাসনের কবর রচনা করেছি। আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করবো। জাতীয় সংসদে কে যাবে সেটা ভারত নয়, নির্ধারণ করবে দেশের জনগণ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, ‘আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। স্পষ্ট হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালানো হয়েছে। আপনারা দেখছেন শাপলা চত্বরে আমাদের দাঁড়ি-টুপিওয়ালা ভাইদের ওপরে রাতের অন্ধকারে কীভাবে গণহত্যা চালানো হয়েছে। আপনারা দেখেছেন কীভাবে দিনের ভোট রাতে দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে।’
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আমরা সুশাসন নিশ্চিত করতে পারিনি। আমরা স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারিনি। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনৈতিক বাংলাদেশে চালু করব। আমরা স্টেট উন্নয়ন করব।’
সারাবাংলা/এমএইচ/এসআর
জাতীয় নাগরিক পার্টি নতুন দলের আত্মপ্রকাশ মানিক মিয়া এভিনিউ হাসনাত আব্দুল্লাহ