Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থি রাজনীতির ঠাঁই হবে না: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দিচ্ছেন। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থি রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে রাজনীতি ও রাষ্ট্রকে বিনির্মাণ করব। আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি। এখানে আমরা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করেছি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে নতুন রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

নাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানের স্লোগান “তুমি কে আমি কে, বিকল্প বিকল্প”, সেই স্লোগান থেকেই আজ বিকল্প তৈরির সুযোগ এসেছে। আমরা মনে করি যে বিভাজনের রাজনীতি করে যে রাষ্ট্রের জনগণকে দুর্বল করে রাখা হয়েছিল, জুলাই অভ্যুত্থানে সেই রাজনীতি আমরা ভেঙে দিয়েছি। আমরা আজ বলছি বাংলাদেশকে আর কখনো বিভাজন করা যাবে না।

তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘসময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি। আমরা মনে করি জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে।

তিনি আরও বলেন, আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র্য, বৈষম্য ও ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে। আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকেই অপরায়ন করা হবে না। বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

নাহিদ বলেন, ‘পরিশেষে, আমরা একটি ন্যায্যতা ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে, হাতে হাত রেখে, এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামই হবে রাজনীতির অন্যতম লক্ষ্য। তাই আসুন, প্রত্যেকে যার-যার অবস্থান থেকে শপথ করি। ঐক্যবদ্ধ হই। এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ়চিত্তে এগিয়ে যাই।’

এর আগে, নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটির নাম ঘোষণা করেন জুলাই বিপ্লবে শহিদ ইসমাইল হোসেন রাব্বির ছোট বোন মিম আক্তার। পরে আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটির নাম ঘোষণা করেন।

সারাবাংলা/এমএইচ/এমপি

জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

পদত্যাগ করলেন শিল্পকলার ডিজি
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৫

সাঙ্গ হলো প্রাণের মেলা
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৬

জাতীয় নাগরিক পার্টিতে কে কোন পদ পেলেন
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৯

আরো

সম্পর্কিত খবর