নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন: সিপিবি সভাপতি
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৭ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৬
চট্টগ্রাম ব্যুরো: জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহআলম।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সিনেমা প্যালেস মোড়ে জেলা সিপিবি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান। মব ভায়োলেন্স বন্ধ, দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, অন্তর্বর্তী সরকারের ছয় মাসের কাজের শ্বেতপত্র প্রকাশসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সিপিবি সভাপতি বলেন, ‘মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। দেশের মানুষ দমবন্ধ অবস্থায় দিনযাপন করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না।’
দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘বিরাজনীতিকরণের পাঁয়তারা চলছে। সংস্কারের নামে নির্বাচন দিতে নানা তালবাহানা ষড়যন্ত্রের অংশ। ক্ষমতাকে চিরস্থায়ী করার দিকে এ সরকারের মনোযোগ জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে।’
‘সরকারকে বলব, অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। নির্বাচন ছাড়া, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ দমবন্ধ অবস্থার অবসান ঘটবে না।’
চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সদস্য জামাল উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য মছি-উদ-দৌলা, রেখা চৌধুরী ও কোতোয়ালী থানার সম্পাদক দেবাশীষ দেবু।
সারাবাংলা/আরডি/এসআর