Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বিএনপি মেনে নেবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫২ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৬

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু

টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির বিরুদ্ধে অতীতের মত ষড়যন্ত্র শুরু করেছে। অনেকেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাইছেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কখনোই বিএনপি মেনে নেবে না।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের ভুঞাপুরে পাইলট সরকারি হাইস্কুল মাঠে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভুয়াপুর উপজেলা ও পৌর বিএনপি গণসংবর্ধনার আয়োজন করে।

বিজ্ঞাপন

সংবর্ধিত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেন, ‘বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়ি থেকে জিয়াউর রহমানের নেতৃত্বে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়। শিল্প-কারখানা করে যখন উৎপাদনে যাবে, তখনই পাশ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে।

প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না। তাই বিএনপির বিরুদ্ধে যড়যন্ত্র চলছে।’

ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন আব্দুস সালাম পিন্টুর সহধর্মিনী বিলকিস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।

সারাবাংলা/এসআর

আব্দুস সালাম পিন্টু গণসংবর্ধনা জাতীয় নির্বাচন টাঙ্গাইল বিএনপি ভূঞাপুর উপজেলা বিএনপির শামসুজ্জামান দুদু সুলতান সালাউদ্দিন টুকু স্থানীয় নির্বাচন

বিজ্ঞাপন

পদত্যাগ করলেন শিল্পকলার ডিজি
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৫

সাঙ্গ হলো প্রাণের মেলা
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৬

আরো

সম্পর্কিত খবর