Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান নিয়ে শহিদ আবু সাঈদের ভাইয়ের স্ট্যাটাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৯

শহিদ আবু সাঈদের ভাই আবু হোসাইন

রংপুর: জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে আমন্ত্রণ না পাওয়ায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্টাটাস দিয়েছেন জুলাই আন্দোলনে প্রথম শহিদ আবু সাঈদের ভাই আবু হোসাইন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শহিদ আবু সাঈদের ভাই আবু হোসেন তার ফেসবুক আইডিতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের একটি ছবিসহ একটি পোস্ট করেন।

আবু হোসাইন লিখেন, ‘মনে অনেক দুঃখ ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। সকল শহিদদের প্রতি সম্মান রেখে বলছি বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহিদ পরিবারদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি। তাদের কারও সময় হয়নি আমাদের পরিবারকে আমন্ত্রণ জানানোর।’

তিনি আরও লেখেন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলেন প্রথম শহিদ আবু সাঈদ। যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলনে গণঅভ্যুত্থানে রূপ নেয়। তৈরি হয় নতুন বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন কয়জন সমন্বয়ক শহিদ আবু সাঈদের পরিবারের খোঁজ নিয়েছে? অথচ অনেক সাধারণ মানুষ এবং অনেক রাজনৈতিক দলের ব্যক্তিরা আমাদের খোঁজ নিয়েছে। যাই হোক নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি।’

সারাবাংলা/এইচআই

আবুু সাঈদ জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ রংপুর

বিজ্ঞাপন

পদত্যাগ করলেন শিল্পকলার ডিজি
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৫

সাঙ্গ হলো প্রাণের মেলা
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৬

আরো

সম্পর্কিত খবর