Friday 28 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে যুবদল নেতার চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে বিক্ষোভকারীরা

সিলেট: সিলেটের যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সিলেট নগরের হকারের ব্যবসায়ীরা নগরের জিন্দাবাজারে সড়ক অবরোধ করে রেখেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে নগরের ব্যবসায়ীক প্রাণকেন্দ্র জিন্দাবাজারে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে বিক্ষোভকারীরা।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসলে পুলিশ কর্মকর্তাদের তাড়িয়ে দেয় বিক্ষোভ কারীরা।

বিক্ষোভকারীদের একজন জানায়, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাধব নামের একজন সন্ত্রাসী বিগত কয়েক দিন থেকে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে হকাররা চাঁদা দিতে প্রতিবাদ করলে সে বয়স্ক এক হকারকে ধরে নিয়ে যায়।

এ ঘটনা জানাজানি হলে নগরের ফুটপাতের হকাররা জিন্দাবাজারের রাস্তায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ব্যবসায়ীরা যুবদল নেতা মাধবকে গ্রেফতার ও দল থেকে বহিষ্কার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানায়।

এ দিকে সড়ক অবরোধের ফলে পুরো নগরী যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন ও এম্বুলেন্স। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

খবর পেয়ে মহানগর বিএনপির সেক্রেটারি ইমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তিনি সমাধান করার আশ্বাস দিলে হকাররা অবরোধ প্রত্যাহার করে নেন। তিনি বলেন, কোনো চাঁদাবাজের বিএনপিতে জায়গা নেই।

এ রিপোর্ট লিখা পর্যন্ত জিন্দাবাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সারাবাংলা/এইচআই

যুবদল সড়ক অবরোধ সিলেট

বিজ্ঞাপন

পদত্যাগ করলেন শিল্পকলার ডিজি
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৫

সাঙ্গ হলো প্রাণের মেলা
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৬

আরো

সম্পর্কিত খবর