Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদর্শ রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় প্রয়োজন ইসলামি মূল্যবোধ

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ০৮:২৮

ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

ঢাকা: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা আদর্শ রাষ্ট্র গঠনপ্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

এ সময় নতুন প্রজন্মকে ইসলামি মূল্যবোধকে ধারণ করে আদর্শ মানুষ হওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, এদেশে বিগত সময়ে ইসলামি সংস্কৃতির চর্চাকে নেতিবাচক হিসেবে দেখা হতো। কিন্তু বর্তমানে সরকার ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করছে এবং এ লক্ষ্যে বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়েছে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার আদলে শীঘ্রই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জাতীয় হিফজ ও সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হবে। সৌদি আরবের মতো সিরাত পুরস্কার প্রবর্তন করারও পরিকল্পনা রয়েছে।

মেয়েদের সাফল্য তুলে ধরে ড. খালিদ বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীরা আজ উচ্চপদে আসীন হচ্ছে। আমাদের দেশের মেয়েরা সকল ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে। আমাদের মা-বোনদের ইসলামি সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে পারলে তাদের মাধ্যমে সমাজ ব্যবস্থা বদলে যাবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক মো. শফিউল আলম, ধর্মসচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম, ইফার পরিচালক মো. মহিউদ্দিন বক্তব্য প্রদান করেন। এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, প্রকল্প পরিচালক, কর্মকর্তা-কর্মচারি, অভিভাবক ও ওলামায়েকেরামরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে ২০২৫ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ক্বিরাত, হামদ-নাত, আজানসহ মোট সাতটিবিষয়ে জাতীয় পর্যায়ে বিজয়ীদেরকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। দুটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৬২ জনকে পুরস্কার হিসেবে রৌপ্যপদক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া দুইজন বিজয়ীকে চ্যাম্পিয়ন হিসেবে স্বর্ণপদক প্রদান করা হয়।

উল্লেখ্য, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা প্রতিযোগীদেরকে নিয়ে জাতীয় পর্যায়ে এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এনএল/এনজে

ধর্ম উপদেষ্টা রাষ্ট্র গঠন