আফগানিস্তানের ইনিংসের তখন মাত্র ৩ ওভার বাকি। লড়াকু পুঁজি তুলতে মরিয়া ওমরজাই-নুর জুটি। সেই মুহূর্তেই রান আউট হয়েছিলেন নুর আহমেদ। তবে সবাইকে অবাক করে রান আউটের আপিল ফিরিয়ে নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু ঠিক কী কারণে এমনটা করেছিলেন তিনি?
৪৭ ওভারের শেষ বলে রান নিয়েছিলেন ওমরজাই। এক রান শেষ করার পর উইকেটকিপারের প্রান্তে থাকা নুর ভেবেছিলেন, ওভারের সমাপ্তি ডেকেছেন আম্পায়ার। তাই তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন। আর এই সুযোগেই তাকে রান আউট করেন অজি কিপার জস ইংলিশ। ঘটনায় কিছুটা হতবাক হয়ে পড়েন নুর-ওমরজাই দুজনেই।
তবে অজি কিপার নুরকে রান আউট করলেও অধিনায়ক স্মিথ সেই আবেদন ফিরিয়ে নিয়েছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, দুই পক্ষই যদি খেলা থামিয়ে দেয়, তাহলে ওই বলে আর আউট করার সুযোগ থাকবে না। তবে স্মিথ যদি সত্যিই আপিল করতেন, তাহলে নুরকে প্যাভিলিয়নে ফিরতে হতো।
এভাবে রান আউটের ঘটনা অবশ্য অজিদের জন্য নতুন নয়। অ্যাশেজে ইংলিশ কিপার জনি বেইরস্টোর সেই বিতর্কিত রান আউট নিয়ে কম সমালোচনা হয়নি। বল শেষ ভেবে ক্রিজ থেকে বেরিয়ে কিপার অ্যালেক্স ক্যারির থ্রোতে রান আউট হয়েছিলেন বেইরস্টো। তখন অবশ্য অজি কিপার প্যাট কামিন্স সেই আউটের আবেদন ফেরাননি।
রান আউটের আবেদন ফিরিয়ে এবার প্রশংসায় ভাসছেন স্মিথ। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ। এতেই ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অজিরা।