চ্যাম্পিয়নস ট্রফি
মাঠের করুণ ড্রেনেজ ব্যবস্থা নিয়ে লজ্জার মুখে পাকিস্তান
১ মার্চ ২০২৫ ১০:১৭ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১০:২৫
বৃষ্টির মৌসুমে আয়োজিত হচ্ছে টুর্নামেন্ট, মাঠের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে তাই শঙ্কা ছিল শুরু থেকেই। শেষ পর্যন্ত সত্যি হয়েছে সেই শঙ্কাই। বৃষ্টির কারণে ভেস্তে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির একের পর এক ম্যাচ। সবশেষ লাহোরে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আর এতেই চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যুগুলো ড্রেনেজ ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন, সমালোচনার মুখে পড়েছে পিসিবিও।
রাওয়ালপিন্ডিতে এরই মাঝে বৃষ্টির কারণে ভেস্তে গেছে দুটি ম্যাচ। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পাশাপাশি মাঠে গড়ায়নি বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের ম্যাচও। গতকাল অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের দ্বিতীয় ভাগে হানা দিয়েছে বৃষ্টি। সেই বৃষ্টির কারণে শেষ হতে পারেনি ম্যাচ।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার পর মাঠের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন হার্শা ভোগলে। ঠিক কী কারণে অল্প সময়ের মাঝেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ, সেটা নিয়ে পিসিবিকে ধুয়ে দিয়েছিলেন মাঠে খেলা দেখতে আসা স্থানীয় সমর্থকরা।
অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে শুরু থেকেই ছিল বৃষ্টির সম্ভাবনা। এবার পুরোটা না হলেও এই ম্যাচের দ্বিতীয় ভাগের খেলা ১৫ ওভারও গড়াতে পারেনি। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বি গ্রুপের মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ম্যাচ ভেস্তে যাওয়ায় সেমিতে ওঠার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে আফগানরা।
লাহোরে বৃষ্টি থেমে গেলেও আউটফিল্ড পুরোটাই ছিল পানির নিচে। মাঠকর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী করতে পারেননি। মাঠের এমন বেহাল দশায় হতাশ ও ক্ষুব্ধ সমর্থক ও সাবেক ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে পিসিবিকে রীতিমত ধুয়ে দিয়েছেন তারা। মাত্র আধ ঘণ্টার বৃষ্টিতে কীভাবে আইসিসি টুর্নামেন্টের ম্যাচ বাতিল করতে বাধ্য হয় পিসিবি, সেটার জবাবও চেয়েছেন তারা।
সারাবাংলা/এফএম