নোয়াখালীতে রোজার আগেই বেড়েছে মাছ-মাংস-সবজির দাম
১ মার্চ ২০২৫ ১২:০০ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১২:০৬
নোয়াখালী: রমজানকে সামনে রেখে নোয়াখালীতে গত এক সপ্তাহ আগের তুলনায় মাছ, মাংস ও সবজির দাম কিছুটা বেড়েছে।
শনিবার (১ মার্চ) সকালে নোয়াখালীর পৌর বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজি দামে বিক্রি করলেও শনিবার (১ মার্চ) বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। প্রতি কেজি সোনালির দাম ৩০০ টাকা ছিল যা শনিবার (১ মার্চ) বিক্রি হচ্ছে ৩২০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে ফার্মের মুরগির ডিমের দাম। প্রতি হালি ডিম ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গরুর মাংস গত এক সপ্তাহ আগে ছিল ৭৮০-৮০০ টাকা, তা শনিবারে (১ মার্চ) বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়, খাসির মাংস গত এক সপ্তাহ আগে ১০৫০ টাকায় বিক্রি হলেও শনিবার বিক্রি হচ্ছে ১১০০ টাকা।
বাজার ঘুরে দেখা গেছে, সবজির মধ্যে বর্তমানে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, শালগম, মুলা প্রভৃতি পণ্যের চাহিদা বেশি। বাজারভেদে প্রতি কেজি ফুলকপি ২০-৩০ টাকা, বাঁধাকপি ও ব্রকলি ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি মুলা ২০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা, পেঁয়াজ কলি প্রতি আটি ৩০-৩৫ টাকা, শিম ৪০-৫০ টাকা, শসা কেজি ৪০ টাকা, বেগুন, টমেটো প্রতি কেজি ৩০-৪০ টাকা, পেঁপে ৭০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ৭০ টাকা যা দুই দিন আগে ৪০ টাকা দরে বিক্রি হয়েছে। মান ভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়।
সবজি বিক্রেতা রাজু বলেন, বাজারে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় বর্তমানে সবজির দাম কিছুটা বেড়েছে। দাম বেশি হলেও বিক্রিও বেড়েছে দ্বিগুণ।
বাজার করতে আসা ক্রেতা রিয়াজ বলেন, গত এক সপ্তাহ আগে যে সবজি ২০ টাকায় কিনেছি তা আজ ৩০ টাকা বিক্রি হচ্ছে। রমজান উপলক্ষে সবজির দাম কিছুটা বেড়েছে।
সেজন্য বাজার নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নিতে হবে। নিয়মিত বাজার মনিটরিং করলেও সাধারণ ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কিনতে পারবে।
অপরদিকে, প্রকার ভেদে মাছের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০ টাকা থেকে ৫০ টাকা। প্রতি কেজি কই ৩৫০-৪০০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৩০০-৩২০ টাকা, তেলাপিয়া ১৮০-২০০ টাকা, যা শনিবার (১ মার্চ) বিক্রি হচ্ছে ২২০-২৫০ টাকা, পাঙ্গাশ ২১০ টাকা, রুই এক সপ্তাহ আগে ৩২০-৩৫০ টাকা বিক্রি হলেও শনিবার বিক্রি হচ্ছে ৩৮০-৪০০ টাকা,
শিং মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০-৬৫০ টাকা।
সারাবাংলা/এনজে