Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
শেষ ম্যাচে ইংল্যান্ড হারলে কত টাকা বাড়তি পাবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
১ মার্চ ২০২৫ ১৩:১৫ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৪:১৩

শেষ ম্যাচে ইংল্যান্ডের হারে বাড়তি আয়ের সম্ভাবনা বাংলাদেশের

টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে এরই মাঝে দেশে ফিরেছে বাংলাদেশ দল। নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ এখন পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি থেকে আয় করেছে প্রায় ৩ কোটি টাকা। মাঠে না নেমেও আরও বেশি টাকা আয় করতে পারে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড হেরে গেলেই সুযোগ থাকছে বাংলাদেশের বাড়তি আয়ের।

গ্রুপ পর্বের দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ। রান রেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নিয়ে ১ লাখ ২৫ হাজার ডলার পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি টাকায় সেটা প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা। এছাড়াও টুর্নামেন্টে এরই মাঝে ৭ম স্থান নিশ্চিত করা বাংলাদেশ পাচ্ছে আরও ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশ টাকায় যা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।

সব মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের আয় প্রায় ৩ কোটি টাকার। আজ যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড হেরে যায়, তাহলে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থাকবেন তারা। আর এতেই ইংল্যান্ডকে টপকে ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করবে বাংলাদেশ। এতে সব মিলিয়ে বাংলাদেশ পাবে ৪ কোটি ২২ লাখ টাকা। সেই হিসেবে এখনকার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা আয় করবে বাংলাদেশ দল।

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর