Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান
বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ মার্চ ২০২৫ ১৪:১৪ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৪:৩২

পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে পটুয়াখালীতে অভিযান চালায় ভোক্তা অধিদফতরের বিশেষ টাস্কফোর্স

পটুয়াখালী: আসন্ন রমজানে বাজারে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে পটুয়াখালীতে বিশেষ টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাজার মনিটরিং করা হচ্ছে। এ সময় প্রকাশ্যে মূল্য তালিকা না থাকা, অধিক দামে পণ্য বিক্রি ও খাবার সঠিকভাবে না রাখায় চারটি প্রতিষ্ঠানকে দশ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১ মার্চ) সকালে শহরের পুরান বাজার ও নিউমার্কেট কাঁচা বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারি পরিচালক শাহ মো. শোয়াইব হোসেন।

বিজ্ঞাপন

স্থানীয় ক্রেতা আব্দুল কাদের বলেন, ‘সরকার যদি এভাবে বাজার মনিটরিং ব্যবস্থা অব্যাহত রাখেন তাহলে আমরা ন্যায্য মূল্যে পণ্যে কিনতে পারব।’

ব্যবসায়ী খালেক বলেন, ‘মজুদদাররা যাতে কোনো পণ্যের মজুদ না করতে পারে সেদিকে সরকারের কঠোর নজরদারি রাখতে হবে তাহলে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে।’

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারি পরিচালক শাহ মো. শোয়াইব হোসেন বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রয়েছে। পুরো রমজান মাসজুড়ে অভিযান পরিচালনা করা হবে। যদি কোন মজুদদার পণ্য অবৈধভাবে মজুদ করে দাম বৃদ্ধির চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী বাজার মনিটরিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর