Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
গার্দিওলাকে কটূক্তি, বড় জরিমানার মুখে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১ মার্চ ২০২৫ ১৪:৪৮

বড় জরিমানা গুনছে রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ম্যাচে ৩-১ গোলের জয়ে সিটিকে বিদায় করে শেষ ১৬ তে পৌঁছে গেছে রিয়াল। এই জয়ের দিনের এক ঘটনা অবশ্য রিয়ালকে ফেলেছে বিপদের মুখে। সিটি কোচ পেপ গার্দিওলাকে উদ্দেশ্য করে বার্নাব্যুর দর্শকের বর্ণবাদী মন্তব্যের জেরে রিয়ালকে বড় অংকের জরিমানা করেছে ইউয়েফা।

সিটির বিপক্ষে ম্যাচে কানায় কানায় পূর্ণ ছিল বার্নাব্যু। ম্যাচের বিভিন্ন সময় সিটি ডাগআউটে থাকা পেপকে উদ্দেশ্য করে নানা বর্ণবাদী মন্তব্য ও কটূক্তি করেছেন বেশ কয়েকজন রিয়াল সমর্থক। এই ঘটনা নিয়ে ম্যাচের পরেও বেশ আলোচনা হয়েছিল। ধারণা করা হচ্ছিল, সমর্থকদের এমন আচরণে শাস্তি পেতে পারে রিয়াল।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত হয়েছে সেটাই। ইউয়েফার ১৪ নম্বর ধারা অনুযায়ী, প্রতিপক্ষের কাউকে কটূক্তি করায় জরিমানা করা হয়েছে রিয়ালকে। জরিমানা হিসেবে রিয়ালকে গুণতে হবে ৩০ হাজার পাউন্ড, বাংলাদেশি টাকায় যা ৪৫ লাখ টাকা। একই সাথে আগামী দুই বছরের মাঝে যদি এমন ঘটনা আবারও ঘটে, তাহলে সান্তিয়াগো বার্নাব্যুর ৫০০ সিটে দর্শক বসা নিষিদ্ধ করার হুমকিও দিয়েছে ইউয়েফা।

আগামী ৫ মার্চ বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

ভেঙে গেল ১২ দলীয় জোট
১ মার্চ ২০২৫ ১৬:৪৯

আরো

সম্পর্কিত খবর