Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ চায় সুজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১৪:৫৩ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৬:১১

রাঙ্গামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দ্রুত উন্নয়ন ও সংস্কারে মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণসহ নানান দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে (সুশাসনের জন্য নাগরিক) সুজন।

শনিবার (১ মার্চ) সকাল ১১টার দিকে রাঙ্গামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সুশাসনের জন্য নাগরিক-সুজন রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সভাপতি সুকুমার বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সুজনের জেলা সম্পাদক এম জিসান বখতেয়ার ও পৌর কমিটির সম্পাদক মো. এরফানুল হক রুমেল। এতে সুজনের জেলা, পৌর ও সদর উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চারিদিক থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট, নারী ধর্ষণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ইত্যাদির খবর আসছে। এ ছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে এদেশের রাজনীতিকে পরিশুদ্ধ করে জনকল্যাণমুখী-আদর্শভিত্তিক রাজনীতি ফিরিয়ে আনার যে অপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। আর এ কারণেই আজ আমরা সুজনের পক্ষ থেকে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন দাবি করছি।

সারাবাংলা/ইআ

মানববন্ধন রাঙ্গামাটি সুশাসনের জন্য নাগরিক (সুজন)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর