রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচী
১ মার্চ ২০২৫ ১৫:০০ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৬:১১
ঢাকা: চাদঁ দেখা সাপেক্ষে আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র মজান মাস। রমজান মাস উপলক্ষে দেশের পুঁজিবাজারের লেনদেন সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে। রমজানে লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত চলবে। এর মধ্যে শেষ ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। সে হিসাবে রোজায় পুঁজিবাজারে ৪০ মিনিট কম লেনদেন হবে।
সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজায় সকাল ১০টা থেকে থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। এরপর ১০ মিনিট হবে ‘পোস্ট ক্লোজিং সেশন’। তবে ডিএসই দাফতরিক কার্যক্রম সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে।
উল্লেখ্য, সাধারণত পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত চলে। এরপর ১০ মিনিট থাকে পোস্ট ক্লোজিং সেশন।
সারাবাংলা/জিএস/এসডব্লিউ