Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্চে জ্বালানি তেলের দাম বাড়ছে না

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১৫:৫১ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৮:৫৪

ঢাকা: বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল থাকায় চলতি মার্চে জ্বালানি তেলের দাম বাড়ছে না।

শনিবার (১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হচ্ছে- উল্লেখ করে আদেশে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বা কমার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/আরএস

জ্বালানি তেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর