দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ
১ মার্চ ২০২৫ ১৬:১৯
বান্দরবানে বসবাসরত দরিদ্র-দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান সেনা রিজিয়ন
বান্দরবান: পবিত্র মাহে রমজান উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত দরিদ্র-দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান সেনা রিজিয়ন।
শনিবার (১ মার্চ) সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ৬৯ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল রিজিয়ন কমান্ডার এস এম রাকিব ইবনে মহোদয়ের পক্ষ থেকে রিজিয়ন মাঠ প্রাঙ্গনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বান্দরবান রিজিয়নের জিএস ও -২ (ইন্টেলিজেন্স) মেজর পারভেজ রহমান উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে মেজর পারভেজ রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবায় নিয়োজিত। বিশেষ করে পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম এলাকায় বসবাসরত সকল অসহায় দুঃস্থ মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় আজকের এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পার্বত্য অঞ্চলে কাজ করে যাবে।
পরিশেষে, প্রথম ধাপে ১০০ জন গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় এবং পর্যায়ক্রমে মাসব্যাপি ধাপে ধাপে এ কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সারাবাংলা/এসডব্লিউ