Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্ভিক্যাল ক্যান্সার সচেতনতায় বিশেষ ম্যারাথন

সারাবাংলা ডেস্ক
১ মার্চ ২০২৫ ১৫:২৯ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৬:৩৬

সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোববার (১ মার্চ) ইনার হুইল ক্লাব অফ ঢাকার আয়োজনে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ ম্যারাথন। ইনার হুইল ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট মমতা গুপ্তার আহবানে সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত সচেতনতা কর্মসূচি পালনের অংশ হিসেবে ইনার হুইল ক্লাব ঢাকা অর্কিড ও ইনার হুইল ক্লাব ঢাকা কসমোপলিটন এই বিশেষ ম্যারাথনের আয়োজন করে।

বিজ্ঞাপন

গুলশান-১ চত্বর থেকে ডক্টর শহীদ ফজলে রাব্বী পার্ক পর্যন্ত আয়োজিত এই ম্যারাথনে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান শাহানা আলম নির্ঝরের নেতৃত্বে ক্লাব সদস্যসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সার্ভিক্যাল ক্যান্সারের গুরুত্ব, আগাম সচেতনতা ও প্রতিরোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। তিনি মহিলাদের মধ্যে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির জন্য এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অর্জন করেন মৌসুমী আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করেন তুবা বেগম এবং তৃতীয় স্থান অর্জন করেন জুথী আক্তার। উল্লেখযোগ্য বিষয় হলো, বিজয়ীরা কেউই ক্লাব সদস্য নন, যা এই উদ্যোগের ব্যাপক গণসংযোগ ও অংশগ্রহণের প্রমাণ বহন করে।

অনুষ্ঠান শেষে আয়োজক ক্লাবগুলোর প্রেসিডেন্ট ইসরাত জাহান ও তারানা নাশিদ অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

এই ধরনের উদ্যোগের মাধ্যমে নারীদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজে সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে আয়োজকরা আশাবাদী।

সারাবাংলা/এএসজি

ইনার হুইল ক্লাব অফ ঢাকা নারীদের স্বাস্থ্য সচেতনতা ম্যারাথন সার্ভিক্যাল ক্যান্সার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর