Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে নিত্যপণ্যের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অনুরোধ: জিএম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১৬:৪০ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৮:৫৩

জিএম কাদের

ঢাকা: রমজানে নিত্যপণ্যের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অনুরোধ জানিয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (১ মার্চ) মাহে রামজান উপলক্ষ্যে এক বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

জিএম কাদের তার বক্তব্যে বলেন, ‘মহিমাময় মাহে রমজান আমাদের সামনে হাজির হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে। পূণ্যময় এই রমজানে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম এর প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। রমজানের ফজিলতে মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সংহতি ও সমৃদ্ধি কামনা করছি। এ উপলক্ষে দেশের সকল ধর্মাবলম্বী মানুষের প্রতি জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। মহান আল্লাহর পক্ষ থেকে মাহে রমজান আমাদের জন্য এক অতুলনীয় উপহার। মাহে রমজান হচ্ছে মাসব্যাপী পূণ্যেভরা অনুপম প্রশিক্ষণ। সিয়াম সাধনায় ধৈর্য, ত্যাগ, সহানুভূতি ও সহনশীলতার শিক্ষা নিহিত।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রমজানের শিক্ষায় আমরা যেন পরবর্তী মাসগুলো ইসলামের মহান আদর্শে দিনাতিপাত করতে পারি। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও ভালোবাসার শিক্ষা রয়েছে মাহে রমজানে। সিয়াম সাধনার পূর্ণ ফজিলতে সবার সকল অধিকার নিশ্চিত হবে। একইসঙ্গে আমরা যেন ব্যক্তি, রাষ্ট্র ও সমাজ জীবনে ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হতে পারি। আমরা যেন স্বজন ও প্রতিবেশীদের প্রতি কর্তব্যনিষ্ঠ হয়ে অসুস্থ, অনাহারি, রোগাক্রান্ত ও অসহায় মানুষের পাশে থাকি।’

সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ

জাপা চেয়ারম্যান জি এম কাদের রমজান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর