Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেঙে গেল ১২ দলীয় জোট

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১৬:৪৯ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৮:৫৩

১২ দলীয় জোট।

ঢাকা: ১২ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল জোটের প্রধান শরীক জাতীয় পার্টির (জাফর)। শনিবার (১ ফেব্রুয়ারি) খিলগাঁও দলটির চেয়াম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পার্টির (জাফর) নির্বাহী কমিটির জরুরি সভা এ সিদ্ধান্ত হয়।

তবে ১২ দলীয় জোট থেকে বের হয়ে গেলেও বিএনপির নেতৃত্বে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে জাতীয় পার্টি (জাফর) অংশীজন হিসেবে রাজপথে থাকার ব্যাপারে ঐকমত্য পোষণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব সাবেক এমপি আহসান হাবীব লিংকন, পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নোয়াব আলী আব্বাস খান, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা আহসান, আলহাজ্ব সেলিম মাস্টার, ব্যারিস্টার মোস্তফা হায়দার জুবায়ের, এড. মাওলানা রুহুল আমিন, এড.শফিউদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরীফ মিয়া, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, কাজী মো. নজরুল, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক লোকমান পাটোয়ারী, দফতর সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, যুব সংহতির আহ্বায়ক রইস উদ্দিন, সদস্য সচিব নিজাম উদ্দিন সরকারসহ আরও অনেকে।

জাতীয় পার্টির (জাফর) মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, ‘দীর্ঘদিন ধরে ১২ দলীয় জোটের কতিপয় নাম সর্বোচ্চ নেতার কার্যকলাপ নিয়ে জাতীয় পার্টি (জাফর) নেতাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছিল। যার পরিপেক্ষিতে শনিবার (১ মার্চ) জাতীয় পার্টির নির্বাহী কমিটির জরুরি সভা ডাকা হয়। এতে সিদ্ধান্ত হয় ১২ দলীয় জোট থেকে জাতীয় পার্টি (জাফর) বেরিয়ে এককভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করার জন্য মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর) রাজপথে লড়াই অব্যাহত রাখবে। আজ থেকে আমরা আনুষ্ঠানিক ভাবে ১২ দলীয় জোটের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।

বিজ্ঞাপন

জানতে চাইলে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহদাত হোসেন সেলিম সারাবাংলাকে বলেন, ‘জোট থেকে যেকোনো সময় যে কেউ বেরিয়ে যেতে পারে। এতে জোটের তেমন কোনো ক্ষতি হবে না। জোট আগের মতোই সক্রিয় থাকবে এবং রাজনৈতিক কর্মসূচি পালন করবে।’

সারাবাংলা/এজেড/এমপি

১২ দলীয় জোট জাতীয় পার্টি

বিজ্ঞাপন

দিল্লিতে ভবন ধস, নিহত ৪
১৯ এপ্রিল ২০২৫ ১৩:২৯

আরো

সম্পর্কিত খবর