Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিপুরায় বাংলাদেশিকে গুলি করে হত্যা, মরদেহ ফেরত দেয়নি এখনো

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১৭:২০ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৯:১৯

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আল-আমীন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমীন পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের ২০৪৩ নম্বর পিলার সংলগ্ন এলাকায় কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে গুরুতর আহত হন আল-আমীন। বিএসএফ সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভারতের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তবে কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনো জানা যায়নি। মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। বৈঠকের পর বিস্তারিত জানা যাবে এবং মরদেহ ফেরত আনার বিষয়ে আলোচনা হবে।

এদিকে ভারত বলছে, আল-আমীনের মরদেহ ত্রিপুরার বিশালগড়ের হাসপাতালের মর্গে রয়েছে এবং এ ঘটনায় আহত  বিএসএফের জওয়ানও ওই হাসপাতালে আছেন।

শনিবার (১ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত ভারতের হাসপাতাল থেকে বাংলাদেশের কসভায় মরদেহ পৌঁছায়নি বলে জানিয়েছে বিজিবি সদর দফতর।

সারাবাংলা/ইউজে/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর