Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাশুড়িকে খুন করে প্রতিবেশিকে ফোনে জানাল জামাতা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১৭:৩৪

মীরসরাই থানা, চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় গলায় রশি পেঁচানো অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে শ্বাসরোধে খুন করা হয়েছে।

পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, সবুরা খাতুন (৭০) নামে ওই বৃদ্ধার মেয়ের মাদকাসক্ত স্বামী তাকে খুন করেছেন। পরে ওই ব্যক্তিই আবার তাদের এক প্রতিবেশিকে ফোন করে খুনের বিষয়টি জানান।

শনিবার (১ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামে একটি পাহাড়ি টিলায় বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, মৃত সবুরা খাতুন পূর্ব খৈয়াছড়া গ্রামের মৃত মওলা বক্সের স্ত্রী। তার দুই মেয়ে, এক ছেলে। একই গ্রামে ছোট মেয়ে নাছিমা আক্তারের বাড়িতে তিনি থাকতেন।

সবুরার ছেলে ওবায়দুল হক সাংবাদিকদের জানান, নাছিমার স্বামী মোবারক হোসেন (৪০) মাদকাসক্ত। এজন্য প্রায়ই তাদের সংসারে অশান্তি লেগে থাকে। এ নিয়ে সবুরা খাতুনের সঙ্গেও মোবারকের একাধিকবার মনোমালিন্য হয়। এর জেরে তার মাকে হত্যা করে মোবারক লাশ ফেলে রাখে টিলায় জঙ্গলের ভেতর। গভীর রাতে তাদের একজন প্রতিবেশিকে ফোন করে মোবারক হত্যাকাণ্ডের বিষয়টি জানায়।

খুন করে লাশ জঙ্গলে ফেলে দেওয়ার পর মোবারক তার মায়ের কানে ও গলায় থাকা সোনার গয়না নিয়ে পালিয়ে গেছে বলে দাবি ওবায়দুলের।

জানতে চাইলে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে আজ (শনিবার) ভোর সাড়ে ৬টা পর্যন্ত সময়ের মধ্যে কোনো একসময় বৃদ্ধাকে খুন করে লাশ ‍গুমের উদ্দেশে বাগানের ভেতর ফেলে দেওয়া হয়েছে। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে নিজেরাই লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে আমরা গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। কে বা কারা খুন করেছে, এটা এখনও সুনির্দিষ্টভাবে জানতে পারিনি। তদন্ত চলছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসডব্লিউ

চট্টগ্রাম মীরসরাই শ্বাশুড়িকে খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর