রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে
১ মার্চ ২০২৫ ১৮:৪৪ | আপডেট: ১ মার্চ ২০২৫ ১৯:১৮
ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। সরকার রমজানের পুরো মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে।
শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
এদিকে, পবিত্র রমজানে পণ্যের মূল্য কীভাবে সহনীয় করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
শফিকুল আলম বলেন, ‘আগের রোজা থেকে এবারের নিত্যপণ্যের মূল্য কম। পুরো রোজায় খাদ্যপণ্যের দাম কীভাবে সহনীয় রাখা যায়, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। তেল আমদানির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সয়াবিন তেলের বাজার মনিটর করা হচ্ছে।’
সারাবাংলা/জিএস/এসডব্লিউ