পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জনের কারাদণ্ড
১ মার্চ ২০২৫ ১৮:৪৮
পাবনা: জেলার সদর উপজেলায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১ মার্চ ) মধ্যরাতে সদর উপজেলা বিভিন্ন স্থানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন— সদর উপজেলার নাজিরপুর আব্দুল জব্বার ছেলে আব্দুল গফুর (৩১), চর শ্রীরামপুর নতুন আলী মারিথার ছেলে মিলন(২৪), মোকাররম হোসেনের ছেলে ইব্রাহিম(২৫), চর কুশাখালি রবিউল ইসলাম এর ছেলে মানিক(২২), আব্দুর রহিমের ছেলে ইব্রাহিম(২৮), তুমিস প্রামাণিকের ছেলে আরিফ (২৩), সায়েন মন্ডলের ছেলে হুমাইন(২৬), জ্বর আশুতোষপুর নাসির প্রামানিকের ছেলে তুষার (৩২) ও আরিফপুরের আসান প্রামানিকের ছেলে নজরুল (৩১)।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘অবৈধভাবে বিভিন্ন পয়েন্টে পদ্মা নদীর কূল ঘেঁষে বালু উত্তোলন করে আসছিল এই চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে এ সকল স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।’
এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সারাবাংলা/এইচআই