Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিএস প্রশাসন ভবনে বোমা হামলাসংক্রান্ত ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখ প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১৮:৫৭ | আপডেট: ১ মার্চ ২০২৫ ২৩:২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ছবি: সংগৃহীত

ঢাকা: বিসিএস প্রশাসন ভবনে ‘বোমা হামলা’ সংক্রান্ত ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি। শনিবার (১ মার্চ) সন্ধ্যা পৌনে ৭ টায় পাঠানে বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করে দলটি।

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে বলা হয়, ‘বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে যে বিবৃতিটি দিয়েছেন, তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

‘প্রকৃতপক্ষে সেখানে দুষ্কৃতিকারীদের দ্বারা কোন বোমা হামলা সংঘটিত হয়নি। হতাহতের যে ঘটনা ঘটেছে তা এসি বিস্ফোরণে হয়েছে। অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দুঃখ প্রকাশ করছে’— বলা হয় বিবৃতিতে।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ দুঃখ প্রকাশ বিএনপি ভুল বিবৃতি