Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রীষ্মের আবহে আসছে রোজা, কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১৯:১১ | আপডেট: ১ মার্চ ২০২৫ ২৩:২০

শিলাবৃষ্টি। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা: বর্ষপুঞ্জিতে এখন বসন্ত হলেও প্রকৃতিতে উত্তাপ ছড়াচ্ছে গ্রীষ্ম। সে উত্তাপ রাতে কিছুটা কম থাকলেও দিনে বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতি মাথায় নিয়ে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র ধর্মীয় মাস রমজান। মার্চ মাস মানে গরমেরও শুরু। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

আবহাওয়া অধিদফতর বলছে, এবারও উত্তপ্ত থাকবে বৈশ্বিক তাপমাত্রা। তার প্রভাব পড়বে বাংলাদেশেও। অর্থাৎ চলতি মাসে তাপমাত্রা কখনো কখনো অত্যাধিক পরিমাণে বাড়তি থাকতে পারে। সেইসঙ্গে পূর্বাভাস রয়েছে, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড়েরও।

বিজ্ঞাপন

আবহাওয়া নিয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম-বিডব্লিউটওটি বলছে, চলতি বছর মার্চে দেশের গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থেকে কিছুটা কম হতে পারে। এই মাসে বঙ্গপোসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে তা বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই।

আর সরকারের আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মার্চে দেশে তিন থেকে পাঁচটি মৃদু, মাঝারি, এবং এক থেকে দু’টি তীব্র মাঝারি আর একটি তীব্র তাপ প্রবাহ বয়ে যেতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। একইসঙ্গে দেশের পশ্চিম, উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে চার থেকে ছয় দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা মাঝারি ধরণের কালবৈশাখী ঝড় হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, মার্চের কোনো কোনো সময়ে তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, বৃষ্টির প্রবণতা কম থাকলে দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। আর তাপমাত্রা এ পর্যায়ে উঠলে সেটাকে তাপপ্রবাহ বলা হয়। মার্চ মাসে এমন কয়েকটি তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে শনিবার (১ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে এবং রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এই সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার (২ মার্চ) প্রথম রোজার দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা দূর হচ্ছে সোমবার (৩ মার্চ)। এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা আরও একটু কমতে পারে। এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে এতে দেশের ওপরে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/জেআর/পিটিএম

কালবৈশাখী পূর্বাভাস শিলাবৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর