এলিভেটেড এক্সপ্রেসওয়ের গতিসীমা বাড়িয়ে ৮০ কিলোমিটার
১ মার্চ ২০২৫ ১৯:১০ | আপডেট: ১ মার্চ ২০২৫ ২৩:২০
ঢাকা: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেনটেন্যান্স) কোম্পানি লিমিটেড।
শনিবার (১ মার্চ) এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বৈদ্যুতিক সাইনবোর্ডে নতুন গতিসীমা ৮০ কিলোমিটার প্রদর্শন করা হয়েছে। এছাড়া সামনে চলার নির্দেশনাও বৈদ্যুতিক বোর্ডের মাধ্যমে জানানো হচ্ছে।
কোম্পানির যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান গণমাধ্যমকে জানিয়েছেন গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত থেকে নতুন এই গতিসীমা কার্যকর করা হয়েছে।
এর আগে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে যান চলাচল নিয়ন্ত্রণে একটি নীতিমালা তৈরি করে কর্তৃপক্ষ। সেই নীতিমালার ভিত্তিতেই সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার বাস্তবায়ন করা হয়েছে। যদিও এখনও সড়কের পাশে ম্যানুয়াল সংকেতে ৬০ কিলোমিটার লেখা রয়েছে।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ