Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি
গণঅভ্যুত্থানের জাতীয় ঐক্যে ফাটল কোনভাবেই কাম্য ছিল না: নুরুল হক নুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১৯:২৭ | আপডেট: ১ মার্চ ২০২৫ ২৩:২০

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর – (ফাইল ছবি)

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র এবং আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভূক্তিমূলক জাতীয় সরকার গঠনের জন আকাংক্ষা তৈরি হলেও দেশি-বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি। একটি নির্দিষ্ট বলয় কেন্দ্রীক সরকার গঠিত হয়েছে। এর ফলে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, আজ এতে ফাটল ধরেছে, বিভাজনের সৃষ্টি হয়েছে। যা এই মুহুর্তে জাতির জন্য কোনভাবেই কাম্য ছিল না। সরকারে থাকা ৩ ছাত্র উপদেষ্টার মধ্যে ১ জন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে।

বিজ্ঞাপন

শনিবার (১ মার্চ) দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনসহ চার দফা দাবি জানানো হয়। অন্যান্য দাবিগুলো হচ্ছে- শহীদ পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করা; গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করা।

সংবাদ সম্মেলনে তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে নতুন দলকে স্বাগত জানিয়ে বলা হয়, যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারে প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা এবং জনগণসহ রাজনৈতিক নেতাদের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারে প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগ করা উচিৎ। অন্যদিকে সরকারের নিয়ন্ত্রণে থেকে গুটি কয়কে ছাত্রনেতার প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপের কারণে সরকারি র্কমর্কতা-র্কমচারীসহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে গণঅধকিার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফারুক হাসান, শাকিল উজ্জামান, শহীদুল ইসলাম ফাহমি, ফাতিমা তাসনীম, জসীম উদ্দনি আকাশ, মাহফুজুর রহমান খান, খালিদ হাসান, রবিউল হাসান, ছাত্র অধিকার পরষিদের সভাপতি বনি ইয়ামনি মোল্লা, যুব অধিকার পরষিদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরষিদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/আরএস

গণঅধিকার পরিষদ নুরুল হক নুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর