Saturday 01 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রমজানে কেন সবাই একসঙ্গে উৎসব পালন করতে পারি না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ২০:৪৩

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ছবি: সারাবাংলা

ঢাকা: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এক পোস্টে বলেছেন, রমজানে প্রয়োজনীয় সব পণ্যের দাম কেন সহনীয় পর্যায়ে থাকে না। আমরা সবাই কেন একসঙ্গে উৎসব পালন করতে পারি না।

শনিবার (১ মার্চ) তিনি তার ফেসবুক পেজে এই পোস্ট করেন।

ফেসবুক পোস্টে জেলা ডিসি লিখেন, ‘উন্নত বিশ্বে উৎসবের সময় নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়, যাতে সবাই একসাথে উৎসব পালন করতে পারেন। কিন্তু আমাদের দেশে ঠিক উল্টোটি হয়। বছরের অন্য সময়ে তো ব্যবসায়ীরা মুনাফা করেনই। তাহলে রমজানে কেন সবাই একসঙ্গে উৎসব পালন করতে পারবে না।’

এরপর তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রমজানে প্রয়োজনীয় জিনিস ক্রয় বলেন, আর উৎসব বলেন- শুধুমাত্র আমাদের দেশেই বিভাজন করা হয়। অথচ অন্য দেশগুলোতে উৎসব এলেই সবাই মিলে দাম কমিয়ে দেয়। যাতে সবাই প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করতে পারে। আবার অনেক ব্যবসায়ী সমাজের দুর্বল মানুষদের সবকিছু ফ্রি করে দেয়। কোম্পানিগুলোও অফারের পর অফার দিয়ে থাকে।’

তিনি আরও বলেন, ‘রমজানে সবার উৎসব সহজ করতে এদেশের ব্যবসায়ীরা বড় ভূমিকা পালন করতে পারেন। তাদের কেন ১১ মাসের পরিবর্তে এক মাসেই সবচেয়ে বেশি লাভ করতে হবে।’ বরং, ১১ মাস লাভ করে রমজানে সবকিছুতে ছাড় দেওয়ার দাবি করেন ডিসি জাহিদুল ইসলাম।

সারাবাংলা/ইউজে/পিটিএম

জেলা প্রশাসক নারায়ণগঞ্জ রমজান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর