বরিশালে ছাত্রদল নেতার আত্মহত্যা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ২০:৪৭ | আপডেট: ১ মার্চ ২০২৫ ২০:৪৯
১ মার্চ ২০২৫ ২০:৪৭ | আপডেট: ১ মার্চ ২০২৫ ২০:৪৯
বরিশাল: জেলায় আবু সুফিয়ান (৩০) নামে এক ছাত্রদল নেতা বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার (১ মার্চ) দুপুরে নগরীর ভাটিখানা পান্থ সড়ক নিজ বাসায় তিনি বিষপান করেন। তবে কী কারণে আবু সুফিয়ান বিষপান করেছেন তা পুলিশ জানাতে পারেনি।
সুফিয়ান নগরীর ভাটিখানার বাসিন্দা জলিল হোসেনের ছেলে ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।
বরিশাল মহানগর কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল নিশাত বলেন, ‘বাসায় বসে আবু সুফিয়ান বিষপান করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সারাবাংলা/এইচআই