Sunday 02 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি সাত কলেজে রমজান ও ঈদ মিলিয়ে ৩৫ দিনের ছুটি

তিতুমীর কলেজ প্রতিনিধি
১ মার্চ ২০২৫ ২২:০৪ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৪:৫৪

পবিত্র মাহে রমজান, ঈদ-উল-ফিতরসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা একটানা ৩৭ দিনের ছুটি পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি তিতুমীর কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র মাহে রমজান, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর, পবিত্র ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাত কলেজের সব একাডেমিক ক্লাস স্থগিত থাকবে। তবে কলেজ ও বিভাগীয় অফিস এবং পরীক্ষা কার্যক্রম চালু থাকবে।

এছাড়া, ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ১ মার্চ (শনিবার) সরকারি ছুটি থাকায় এই দুই দিন ধরেই কার্যত ছুটি শুরু হয়ে গেছে। অন্যদিকে, ৩ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষিত হলেও ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় কার্যকরভাবে ৫ এপ্রিল পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

ফলে সাত কলেজের অনার্স (২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪) এবং মাস্টার্স (২০২৩-২৪) শিক্ষার্থীরা টানা ৩৭ দিনের ছুটি পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ২২ মার্চ পর্যন্ত অনার্স, মাস্টার্স, মাস্টার্স প্রিলি প্রথম পর্ব, ডিগ্রির মৌখিক, লিখিত, ব্যবহারিক ও ল্যাব পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে সরকারি ছুটির দিনগুলোতে বিভাগীয় অফিস বন্ধ থাকবে।

ছুটির পর ৬ এপ্রিল থেকে সাত কলেজের অনার্স ও মাস্টার্স শ্রেণির ক্লাস পুনরায় শুরু হবে। এছাড়া, চলমান পরীক্ষাসমূহ ৯ এপ্রিল থেকে যথাযথ রুটিন অনুযায়ী আবার শুরু হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ঢাবির অধিভুক্ত সাতটি সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

সারাবাংলা/এমআর/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর