তিতুমীরস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত
১ মার্চ ২০২৫ ২২:১২
কুমিল্লা জেলা থেকে সরকারি তিতুমীর কলেজে ভর্তি হওয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও তিতুমীরস্থ কুমিল্লা জেলার প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কলেজটির পুরাতন বিজ্ঞান ভবনে দিনব্যাপী এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া, একটি সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের সদস্যরাও সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের সাবেক ভিপি মোঃ হানিফ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাসান উল্লাহ মির্জা। আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলী যারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রধান করেন।
তিতুমীরস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আল-আমিন সরকার বলেন , কুমিল্লা থেকে আগত শিক্ষার্থীদের জন্য সংগঠনটি তিতুমীরে আরেকটি পরিবার হিসেবে কাজ করবে এবং তাদের ক্যারিয়ার গঠনে সার্বিক সহযোগিতা করবে এই সংগঠন।
তিনি আরো বলেন, সংগঠনটির মূল কার্যক্রমের মধ্যে রয়েছে – ভর্তি সহায়তা, আবাসন ও আর্থিক সহযোগিতা, ক্যাম্পাসে সমস্যা সমাধান, স্পোকেন কোর্স, ব্লাড ও হাসপাতাল সহায়তা, বার্ষিক ট্যুর, ক্যারিয়ার সেমিনার, খেলাধুলা ও চাকরির জন্য ক্যারিয়ার সেল গঠন। আমাদের লক্ষ্য দেশ ও দশের সেবা করা।
তিতুমীরস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীন মিনহাজ বলেন, কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের উদ্যোগে আজ এক বর্ণাঢ্য নবীনবরণ ও প্রাক্তনদের সাংস্কৃতিক মিলন মেলার আয়োজন করেছি আমরা। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য ছিল নতুন ও পুরাতন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন ও ভ্রাতৃত্ববোধ তৈরি করা। এর মাধ্যমে সকলে একে অপরের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে এবং প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য, যা ছাত্র কল্যাণের মূল আদর্শকেই প্রতিফলিত করবে বলে আমি মনে করি।
সারাবাংলা/এমআর/এসএইচএস