Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
বেটিসের কাছে হেরে বড় ধাক্কা খেল রিয়াল

স্পোর্টস ডেস্ক
২ মার্চ ২০২৫ ০৯:১৪

বেটিসের কাছে হেরেছে রিয়াল

লা লিগার শিরোপা দৌড়ে চলছে ত্রিমুখী লড়াই। বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে সেই লড়াইয়ে এবার বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। এগিয়ে গিয়েও রিয়াল বেটিসের কাছে ২-১ গোলে হেরে শিরোপা দৌড়ে হোঁচট খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বেটিসের মাঠে মাত্র ১০ মিনিটের মাথায় লিড নেয় রিয়াল। মেন্ডির বাড়ানো বলে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ। এগিয়ে গিয়ে সহজ জয়ের আভাস দিচ্ছিল মাদ্রিদ। একের পর এক আক্রমণে বেটিস রক্ষণভাগকে স্বস্তি দেননি তারা।

বিজ্ঞাপন

বেটিস অবশ্য ম্যাচে ফিরেছে প্রথমার্ধের আগেই। ৩৪ মিনিটে ইস্কোর দারুণ এক ক্রসে হেড করে বল জালে জড়ান জনি কারডোসো। হাফ টাইমের ঠিক আগে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বেটিস। কারডোসোর আরেকটি হেড দারুণভাবে সেভ করেন রিয়াল কিপার। ১-১ এর সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে বক্সের ভেতর রদ্রিগেজকে ফাউল করেন রুডিগার। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে বেটিসকে লিড এনে দেন ইস্কো। ম্যাচে এরপর দাপট ছিল বেটিসের। দারুণ কিছু আক্রমণ সাজালেও ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।

গোল শোধে মরিয়া রিয়াল পুরোটা সময়জুড়েই হতাশায় ভুগেছে। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। ২-১ গোলের দুর্দান্ত এক জয় নিয়েই মাঠ ছাড়ে বেটিস।

এই হারে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেল রিয়াল। নিজেদের ম্যাচে হুলিয়ান আলভারেজের গোলে অ্যাটলেটিক ক্লাবকে হারিয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। নিজেদের পরের ম্যাচে জিতলেই আবার শীর্ষে ফিরলে কাতালানরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

রিয়াল বেটিস রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর