Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ: সিইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১০:১৬ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১১:৪৪

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতীয় ভোটার দিবসে বক্তব্য দেন। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫। নারী ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫।

‎রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে, জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রথম নির্বাচন কমিশনার।

‎এ সময় তিনি বলেন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন।

‎অনুষ্ঠানে, ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ‎এরপর বেলা ১১টায় নির্বাচন ভবনের বেইজমেন্টে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

‎এবারের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য, ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে।’

‎উল্লেখ্য, ২০১৯ সাল থেকে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়ে আসছে। এবার সপ্তমবারের মত জাতীয় ভোটার দিবসের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

‎সারাবাংলা/এনএল/এমপি

প্রধান নির্বাচন কমিশনার ভোটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর