Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে অটো চালককে ছুরিকাঘাতে খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১০:৫৪ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১১:৪৫

প্রতীকী ছবি।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক তরুণকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। ওই তরুণ ব্যাটারিচালিত অটোরিকশা চালক বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার সরল ইউনিয়নের কানুনগোরখীল গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত জাহিদুল ইসলাম (২০) বাঁশখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কানুনগোরখীল গ্রাম থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত জাহিদুলকে স্থানীয় লোকজন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই গভীর রাতে তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘যারা জাহিদুলকে হাসপাতালে নিয়ে যান, তারা কেউই কে বা কারা, কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে, সেটা বলতে পারেনি। তার অটোরিকশা, মোবাইল, মানিব্যাগও ঠিকমতো পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।’

সারাবাংলা/আরডি/এমপি

অটোচালক খুন চট্টগ্রাম ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর