Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলেনস্কিকে পূর্ণ সমর্থন যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ ২০২৫ ১১:৪০ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১২:৫১

লন্ডনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠক। ছবি: সারাবাংলা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার (১ মার্চ) লন্ডনে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে উত্তপ্ত বৈঠকের পর লন্ডনে পৌঁছান জেলেনস্কি। রোববার (২ মার্চ) রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে জেলেন্সকির সাথে বাকবিতণ্ডায় ট্রাম্প ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহারের হুমকি দেন, যা রাশিয়ার আক্রমণের তিন বছর পর নতুন সংকট তৈরি করেছে।

বিজ্ঞাপন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার (১ মার্চ) জেলেনস্কি ও ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার আহ্বান জানান। লন্ডনে, ডাউনিং স্ট্রিটে স্টারমারের সঙ্গে বৈঠকে অংশ নিতে গেলে জনতা করতালি দিয়ে জেলেনস্কিকে স্বাগত জানায়।

স্টারমার জেলেনস্কিকে বলেন, ‘আমাদের সমর্থন পূর্ণমাত্রায় রয়েছে। যতদিন প্রয়োজন, আমরা ইউক্রেনের পাশে থাকব।’

জেলেনস্কি বৈঠকের পর এক বিবৃতিতে জানান, ‘স্টারমারের সঙ্গে গুরুত্বপূর্ণ ও উষ্ণ আলোচনা হয়েছে। আমরা ইউক্রেনের অবস্থান শক্তিশালী করা ও নিরাপত্তা নিশ্চিতে আলোচনা করেছি।’

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট রোববার (২ মার্চ) ইউরোপীয় নেতাদের এক সম্মেলনে অংশ নেবেন, যেখানে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা হবে।

অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বৈঠক নিয়ে রুশ রাজনীতিকরা উল্লাস প্রকাশ করেছেন। তারা বলছেন, ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা কমবে, যা কিয়েভের জন্য বড় ধাক্কা।

বিজ্ঞাপন

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ শনিবার (১ মার্চ) ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা ও ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গেও আলোচনা করেন।

ম্যাক্রোঁ বলেন, ‘নেতৃত্বের মধ্যে সম্মান ও কৃতজ্ঞতা থাকা উচিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু।’

এদিকে, জেলেনস্কি বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চান। তবে ট্রাম্পের প্রতিক্রিয়া কী ছিল, তা প্রকাশ করা হয়নি।

রোববার (২ মার্চ) ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গেও বৈঠক করবেন জেলেনস্কি। সান পত্রিকা জানিয়েছে, বৈঠকটি ইংল্যান্ডের স্যান্ড্রিংহামে অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য বরাবরই ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থন দেখিয়েছে। রাজা চার্লসও এর আগে ইউক্রেনের জনগণের সংকল্প ও শক্তির প্রশংসা করেছেন।

এদিকে, স্টারমারের ওয়াশিংটন সফরে তিনি ট্রাম্পকে ব্রিটিশ রাজার পক্ষ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণপত্র দেন, যা তাকে দ্বিতীয়বার রাজকীয় রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানানোর সুযোগ করে দিতে পারে।

সারাবাংলা/এনজে

ইউক্রেন বৈঠক যুক্তরাজ্য সমর্থন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর