Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যারা ইতিহাস নির্মাণ করে তারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

ঢাবি করেসপনডেন্ট
২ মার্চ ২০২৫ ১৩:০৮ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৫:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান

ঢাকা: ‘যারা ইতিহাস নির্মাণ করে তারা রাজনীতির ঊর্ধ্বে’, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। ১৯৭১ সালের ২ মার্চ আ.স.ম আব্দুর রবের জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীন সংগ্রামে অবদান এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা ইঙ্গিত করে এ কথা বলেন তিনি।

রোববার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ‘পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এ সময় অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ২ মার্চ বাংলাদেশ পতাকা উত্তোলন করা সংগ্রামী ব্যক্তিত্ব আ.স.ম আব্দুর রব। শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি বলে জানা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা স্বাগত বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান।অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘ইতিহাস যারা নির্মাণ করে তারা রাজনীতির ঊর্ধ্বে। আমরা আ.স.ম আব্দুর রবকে ব্যক্তিগত পরিচয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম।শারীরিক দুর্বলতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।ঐতিহাসিক এ দিবস উদযাপনে আমন্ত্রিত হয়ে তিনি আনন্দ প্রকাশ করেছেন।’

ঢাবি উপাচার্য আরও বলেন, ‘পতাকা উত্তোলন দিবসের আয়োজনটি অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়েছে। যারা কাজ করেছে এটা সম্পন্ন করতে কাজ করেছেন এবং আয়োজক কমিটির প্রতিটি সদস্য ও আয়োজনে যারা সহযোগিতা করেছে তাদের সকলকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এআইএন/এসডব্লিউ

আ স ম আব্দুর রব উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পতাকা উত্তোলন দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর