Monday 03 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ছিনতাইকারী ও ডাকাতিতে জড়িত ১০ জন গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৩:৫৩ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৫:৪৩

মোহাম্মদপুরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে ছিনতাইকারী ও ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- বশির (৪৭), কাশেম (২৩), সানুজ (২২), আলমগীর (৩৪), রহমত আলী (২৫), মনির (২০), এমরান (৩৪), শুভ(২২), রাকিব (২০) ও বাদল (৩২)।

রোববার (২ মার্চ) দুপুর ১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (১ মার্চ) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

আসামি গ্রেফতার ডিএমপি মোহাম্মদপুরে ডাকাতি ও ছিনতাই