Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিএফআই’র সাবেক প্রধানের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১৫:০০ | আপডেট: ২ মার্চ ২০২৫ ১৯:৪৫

লে. জেনারেল (অব.) সাইফুল আলম।

ঢাকা: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই) সাবেক প্রধান লে. জেনারেল (অব.) সাইফুল আলমের বাসা থেকে দুই কোটি ৪৫ লাখ টাকার বেশি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়। রোববার (২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচার কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তার বাসায় যে টাকা উদ্ধার করা হয়েছে, পরে তা আদালতের পাঠানো হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একইসঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়।

সারাবাংলা/জিএস/ইআ

টাকা উদ্ধার ডিজিএফআই দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর